Memorable Picture for Destiny-2000ltd

High PR Borkmarking Site

1.    http://www.delicious.com pr-8
2.    http://www.digg.com pr-8
3.     http://www.reddit.com pr-8
3.    http://www.google.com/bookmarks
4.    http://www.stumbleupon.com pr-8
5.    http://www.fark.com pr-7
6.    http://www.furl.net
7.    http://www.faves.com pr-6
8.    http://www.diigo.com pr-7
9.    http://www.gather.com pr-6
10.    http://www.bloghop.com
11.    http://www.icerocket.com pr-6
12.    http://www.newsvine.com pr-7
13.    http://www.propeller.com
14.    http://www.jumptags.com pr-6
15.    http://www.squidoo.com
16.    http://www.reddit.com
17.    http://www.slashdot.org
18.    http://www.bookmarks.yahoo.com
19.    http://www.backflip.com
20.    http://www.beanrocket.com
21.    http://www.a1-webmarks.com
22.    http://www.bibsonomy.org
23.    http://www.votedlinks.com
24.    http://www.bmaccess.net
25.    http://www.bookmarktracker.com
26.    http://www.business-planet.net
27.    http://www.connotea.org
28.    http://www.dzone.com
29.    http://www.folkd.com
30.    http://www.pixelmo.com
31.    http://www.plugim.com
32.    http://www.postonfire.com
33.    http://www.clipclip.org
34.    http://www.clipmarks.com
35.    http://www.Givealink.org
36.    http://www.linkarena.com
37.    http://uvouch.com
38.    http://yummy.printfu.org
39.    http://www.bestofindya.com
40.    http://www.veryhotlinks.com
41.    http://www.bookmarkus.eu
42.    http://www.whitelinks.com
43.    http://www.topstumbles.com
44.    http://www.pusha.se
45.    http://www.developernewz.com
46.    http://www.celebhungama.com
47.    http://www.choowawa.com
48.    http://www.cmymark.com
49.    http://www.contentpop.com
50.    http://www.catchlive.com
51.    http://www.bookmarkall.com
52.    http://www.xmaui.com
53.    http://www.bukmark.net
54.    http://www.bookmax.net
55.    http://www.bookmark-manager.com
56.    http://www.bookmarktracker.com
57.    http://www.bookmark4you.com
58.    http://www.blurpalicious.com
59.    http://www.gravee.com
60.    http://unalog.com
61.    http://www.gravee.com
62.    http://unalog.com
63.    http://www.wagg.it
64.    http://www.7878748.com
65.    http://www.web2list.com
66.    http://www.blinklist.com
67.    http://www.buddymarks.com
68.    http://www.citeulike.org
69.    http://www.multiply.com
70.    http://www.dropjack.com
71.    http://www.kaboodle.com
72.    http://www.oyax.com
73.    http://www.spurl.net
74.    http://www.shoutwire.com
75.    http://www.socialogs.com
76.    http://www.spurl.net
77.    http://www.upchuckr.com
78.    http://www.wirefan.com
79.    http://www.mister-wong.com
80.    http://www.mylinkvault.com
81.    http://www.healthranker.com
82.    http://www.indianpad.com
83.    http://www.jumptags.com
84.    http://www.getigadget.com
85.    http://www.favoor.com
86.    http://www.lilisto.com
87.    http://www.listerlister.com
88.    http://www.linksprocket.com
89.    http://www.ludicrous.ne
90.    http://www.linkvote.com
91.    http://uvouch.com
92.    http://yummy.printfu.org
93.    http://www.linkets.com
94.    https://www.chipmark.com
95.    http://www.laflink.com
96.    http://www.wists.com
97.    http://www.ambedo.com
98.    http://www.getboo.com
99.    http://www.joomocracy.com
100.    http://www.jetmarks.com
101.    http://www.ifaves.com
102.    http://www.syncone.net
103.    http://www.nowpublic.com
104.    http://www.rollyo.com

How to insert meta tag

<head>
<meta name=”keywords” content=”Enter Your Keyword Here “/>
<meta name=”description” content=” Enter Your Website/Post Descrition“/>
</head>
For inserting meta tag in you blog or website, You will have to just change  “english grammer, spoken english, fluent english, online english course, ielts”
You will have to write some keyword which will help the other user to find the topics.

জেনারেল হারুনের মেডিকেল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট

জেনারেল হারুনের মেডিকেল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট

ডেসটিনি রিপোর্ট

ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লে. জেনারেল এম. হারুন-অর-রশিদ বীরপ্রতীকের মেডিকেল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যকে আগামীকাল বুধবারের মধ্যে এ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়া হারুন-অর-রশিদের জামিনের বিষয়ে করা আপিলের ওপর আজ মঙ্গলবার পুনরায় শুনানির দিন ঠিক করেছে আদালত। আপিলের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহাম্মদের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়। দুটি মামলায় জামিন বাতিল করে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে গত রোববার হাইকোর্টে আপিল
করেন হারুণ-অর-রশিদ।
আবেদনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আদালতে বলেন, হারুন-অর-রশিদের বিরুদ্ধে আনা অভিযোগ দুদক আইনে উল্লেখিত মানিলন্ডারিংয়ের সংজ্ঞা বা সম্পৃক্ত অপরাধের মধ্যে পড়ে না। কারা কর্তৃপক্ষ ও বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসকদের দেওয়া দুটি স্বাস্থ্য প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, হারুণ-অর-রশিদ মারাত্মক অসুস্থ। এ জন্য তার জামিন প্রয়োজন। তিনি আরো বলেন, হারুন-অর-রশিদ একজন সাবেক সেনাপ্রধান। তিনি মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। তিনি প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে জড়িত নয়। তার মামলায় এখনো চার্জশিট দেওয়া হয়নি এবং বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় জামিন দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানিতে অংশ নেন।
এর আগে গত ১১ অক্টোবর নিম্ন আদালত হারুন-অর-রশিদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। একইসঙ্গে হারুন-অর-রশিদের চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে পাঠানোর আবেদন করা হয়। ওইদিন অ্যাটর্নি জেনারেল নূ্যনতম অসুস্থ হলে হাসপাতালে পাঠানোর নিশ্চয়তা দেন আদালতকে। একইসঙ্গে ওইদিন জামিন আবেদন শুনানির জন্য রোববার দিন ঠিক করা হয়; কিন্তু রোববার আবেদন যথাযথ না হওয়ায় তা খারিজ করে আদালত। পরে নতুন করে নিম্ন আদালতের জামিন বাতিলের বিরুদ্ধে আপিল করা হয় হারুন-অর-রশিদের পক্ষ থেকে।
গত ২৭ সেপ্টেম্বর হারুন-অর-রশিদ, রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ ডেসটিনির শীর্ষ ২১ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া জামিন বাতিল করে মহানগর দায়রা জজ আদালত। দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম গত ৩১ জুলাই অর্থপাচারের (মানিলন্ডারিং) অভিযোগে দুটি মামলা দায়ের করেন।

সিলেটে ডিস্ট্রিবিউটর ফোরামের সভা; ডেসটিনিতে প্রশাসক নিয়োগ বন্ধের দাবি

সিলেটে ডিস্ট্রিবিউটর ফোরামের সভা
ডেসটিনিতে প্রশাসক নিয়োগ বন্ধের দাবি

সিলেট ব্যুরো
সিলেটে ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের (ডিডিএফ) উদ্যোগে গত রোববার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর চৌহাট্টায় মানরু শপিং সিটিতে ডিএসটিসির হলরুমে আয়োজিত সভায় বক্তারা এমএলএম খসড়া নীতিমালা প্রণয়নের জন্য বর্তমান সরকারসহ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বলেন, পূর্ণাঙ্গ নীতিমালার আলোকে আমরা সঠিকভাবে এই ব্যবসা করতে চাই। ডেসটিনির ৪৫ লাখ ডিস্ট্রিবিউটরের একটাই লক্ষ্য সুষ্ঠু ও সুন্দরভাবে এই ব্যবসা করা। তারা বলেন, সরকার প্রশাসক নিয়োগ দিয়ে ডেসটিনির ব্যবসা পরিচালনা করতে চাইছে; আমরা সে উদ্যোগকে সাধুবাদ জানাই। সেই সঙ্গে অন্য একটি প্রশ্ন রাখছি_ শুধু প্রশাসক দিয়ে ডেসটিনির ব্যবসা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া কখনো সম্ভব নয়। তাই ডেসটিনিতে প্রশাসক নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন সিলেট ডিডিএফের নেতারা। ডেসটিনিতে প্রশাসক নিয়োগের আগে প্রয়োজনে ৪৫ লাখ ডিস্ট্রিবিউটরের মধ্যে জরিপ চালানোর আহ্বান জানান তারা।
ফোরাম নেতারা ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীনসহ সব পরিচালকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, তাদের শর্তহীন মুক্তি এবং প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব খুলে দেওয়ারও দাবি জানান। তারা বলেন, কাজ করে এই প্রতিষ্ঠানে কোনো ক্রেতা-পরিবেশক ক্ষতিগ্রস্ত হননি। এ পর্যন্ত দেশের কোথায়ও কোনো অভিযোগ করেননি একজন ডিস্ট্রিবিউটরও। মোহাম্মদ রফিকুল আমীন স্বপ্ন দেখেছিলেন এ দেশের এক কোটি লোককে বেকারমুক্ত করার_ এটাই কি তার অপরাধ? ডেসটিনি দীর্ঘ ১২ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে তা এমএলএম নামে পরিচিত। এর পক্ষে-বিপক্ষে নানা যুক্তিতর্ক থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে এই ব্যবসা বিদ্যমান রয়েছে। তারা বলেন, ডেসটিনি কর্তৃপক্ষ শুরু থেকেই নীতিমালা করার জন্য আহ্বান জানিয়ে আসছে।
প্রফেসর হেলালের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন পিএসডি আব্দুস সালাম, পিএসডি আব্দুল গনি খান, দৈনিক ডেসটিনির সিলেট ব্যুরো প্রধান বদরউদ্দিন আহমদ, পিএসডি হুমায়ুন কবীর, পিএসডি শামীম আহমদ, পিএসডি ঋতু দেব, পিএসডি সুরত লাল দাস, পিএসডি বিষ্ণু পদ দে, পিএসডি আব্দুর রাজ্জাক, পিএসডি গোলাম রব্বানী প্রমুখ। বক্তারা আরো বলেন, ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র চলছে। দেশের ৪৫ লাখ লোককে বেকার ও অস্থিতিশীল অবস্থা তৈরি করে সরকারকে অসুবিধায় ফেলতে একটি মহল কাজ করছে। ডেসটিনিতে কাজ করে সিলেট অঞ্চলসহ দেশের প্রায় এক লাখ লোক কর্মসংস্থান সৃষ্টি করেছেন। প্রায় সাত মাস যাবৎ প্রতিষ্ঠানটির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকায় কোনো প্রকার বেতনভাতা, কমিশন কিছুই না পেয়ে এ বিপুলসংখ্যক লোক মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন অতিসত্বর কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলো সচল করে দেওয়ার জন্য। তারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা মনে করি সরকার তথা প্রধানমন্ত্রী এসব বিষয় দ্রুত সমাধান করে আমাদের মানবেতর জীবনযাপন থেকে মুক্তি দিতে এগিয়ে আসবেন।

ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের (ডিডিএফ) উদ্যোগে বর্তমান প্রেক্ষাপট নিয়ে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের (ডিডিএফ) উদ্যোগে বর্তমান প্রেক্ষাপট নিয়ে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের (ডিডিএফ) উদ্যোগে গতকাল ডেসটিনি-২০০০ লিঃ-এর সেলস টিম ব্রাইট অ্যাসোসিয়েটসের বগুড়া ইউনিট অফিসে বর্তমান প্রেক্ষাপট নিয়ে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পিএসডি মো. সামছুল তাব্রিজ, পিএসডি মো. আব্দুল কাদের, পিএসডি ফিরোজ কবির, পিএসডি নূরুল ইসলাম, পিএসডি সোনাহার বাদশা, পিএসডি ইউসুফ আলী প্রমুখ। সভাপতিত্ব করেন পিএসডি আনোয়ার হোসেন সবুজ। উপস্থাপনায় ছিলেন নজিবুর রহমান। এ সময় এক্সিকিউটিভসহ শতাধিক ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। বগুড়া অফিস।

সম্প্রতি ডেসটিনি-২০০০ লিঃ-এর সেলস টিম অরবিট অ্যাসোসিয়েটসের আসমানিয়া শাখা ডেসটিনির সব ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে আলোচনা সভার আয়োজন

সম্প্রতি ডেসটিনি-২০০০ লিঃ-এর সেলস টিম অরবিট অ্যাসোসিয়েটসের আসমানিয়া শাখা ডেসটিনির সব ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে আলোচনা সভার আয়োজন

সম্প্রতি ডেসটিনি-২০০০ লিঃ-এর সেলস টিম অরবিট অ্যাসোসিয়েটসের আসমানিয়া শাখা ডেসটিনির সব ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট পিএসডি আল অমিন। আরো উপস্থিত ছিলেন পিএসডি রাসেল সরকার, এক্সিকিউটিভ ফরিদ উদ্দিন, সজিবুল ইসলাম, রুহুল আমিন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও ইকবাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন এক্সিকিউটিভ সাজ্জাদ ইউসুফ। সভায় তিতাস ও দাউদকান্দি জেলার বিভিন্ন থানা থেকে অর্ধ শতাধিক ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন।

চাটখিলে ডেসটিনির বিরুদ্ধে ভিত্তিহীন মামলার প্রতিবাদ ও ব্যবসা উন্নয়ন সভা

চাটখিলে ডেসটিনির বিরুদ্ধে ভিত্তিহীন মামলার প্রতিবাদ ও ব্যবসা উন্নয়ন সভা

চাটখিল প্রতিনিধি

ডেসটিনি-২০০০ লিঃ-এর সেলস টিম ভিক্টোরি অ্যাসোসিয়েটসের চাটখিল ইউনিটের উদ্যোগে গত রোববার বিশেষ ব্যবসা উন্নায়ন ও প্রতিবাদ সভা চাটখিল নেট অফিসে অনুষ্ঠিত হয়। নেট ইনচার্জ পিএসডি আমিনুল হকের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন পিএসডি মো. নুর উল্যা নয়ন, মো. নিজাম উদ্দিন, মো. শাহ মোয়াজ্জেম হোসেন টুটুল, পারভেজ ইসলাম ইউসুপ, আ ন ম হান্নান, ওমর ফারুক হৃদয়, মো. এনামুল হক, রবিউল আলম, এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর সাইদ মোহাম্মদ তুষার, সাংবাদিক মো. নাছির উদ্দিন, মাহমুদ হোসেন সুজন, সুমন মজুমদার, রবিউল আলম, আব্দুল মান্নান, আব্দুর রহিম ও শহিদুল ইসলাম রাবি্ব। এ সময় শতাধিক ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। বক্তারা সভায় ডিস্ট্রিবিউটরদের ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করার প্রতি তাগিদ দেন এবং ডেসটিনির পণ্যের গুণগত মান সম্পর্কে ক্রেতাদের জানানোর ওপর গুরুত্বারোপ করেন। ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লে. জেনারল এম. হারুন-অর-রশিদ বীরপ্রতীক, চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিঃ-এর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে দুদকের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবি জানান।